বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক বাটার ঢাল মোড় এলাকায় শুক্রবার রাতে মেয়েকে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ বাবাকে আটক করেছে। রাতেই গুরুতর অবস্থায় স্থানীয়রা মেয়ে দিলরুবা আক্তারকে (১৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া সাজু কয়েক বছর আগে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু কয়েক মাস আগে স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেলে মেয়ে দিলরুবা আক্তারকে সাজু রেখে দেন। পরে মেয়েকে তার মায়ের সাথে যোগযোগ না করতে এবং চাচার বাড়ীতে যেতে বারণ করেন। কিন্তু মেয়ে দিলরুবা বাবা সাজুর কথা না শুনায় শুক্রবার রাতে মেয়ের উপর ক্ষুব্ধ হয়ে একটি ধারালো চাকু দিয়ে মেয়েকে জবাই করার জন্য গলায় একাধিক পোচ দিতে থাকে। ওই সময় মেয়ে দিলরুরার ডাক-চিৎকারে আশপাশের লোক এসে দিলরুবাকে উদ্ধার করেন। পরে এলাকাবাসী বাবা সাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ীর এসআই রনি কুমার সাহা জানান, মেয়ে দিলরুবার গলায় ৭-৮টি সিলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় বাবা সাজুকে আটক রাখা হয়েছে। তবে মেয়ে বাদী হয়ে মামলা দিলে তাকে গ্রেফতার দেখানো হবে।