রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় একটি মার্কেটের কেয়ারটেকারের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে চারতলা ভবনের ওই মার্কেটের ছাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি নওগার সাপাহার উপজেলার খোট্রাপাড়া এলাকার মৃত কালু মোল্লার ছেলে মোঃ সেরাফত আলী ওরফে মুন্সী (৬০)। তিনি ওই এলাকার চাঁন মিয়া সুপার মার্কেটের কেয়ারটেকার ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সেরাফত আলী জীবিকার খোজে স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন আগে গাজীপুরের কালিয়াকৈরে আসে। পরে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর চাঁন মিয়া সুপার মার্কেটের চারতলা ভবনের কেয়াটেকারের কাজ করেন। সেই সুবাধে তিনি ও তার স্ত্রী দেলোয়ারা বেগম ওই মার্কেটের চারতলা ভবনের ছাদের উপর একটি কক্ষে থাকেন। সেরাফত আলী প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ওই মার্কেটের ছাদের উপর পিলারের রডের সঙ্গে গলায় রশি পেছানো অবস্থায় তার লাশ দেখতে পান স্ত্রী দেলোয়ারা বেগম। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। কিন্তু গলায় রশি পেছানো থাকলেও তার দু-পা ফ্লোরে স্বাভাবিক অবস্থায় থাকায় এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ওইদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনি কোমার শাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্তের পর মুত্যুর কারণ জানা যাবে।