রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার শনিবার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার গণসংযোগ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন।
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেওয়ার দাবী জানিয়েছেন। উপজেলা আাওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই সভায় যোগ দেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন, সেলিম আজাদ, হাবিববুর রহমান সিকদার, আইয়ুব রানা, এ্যাডঃ ইসমাইল হোসেন, আব্দুল লতিফ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন, শেখ হাবিবুর রহমান, আমিরুল ইসলাম লিংকন প্রমুখ।