বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর স্কুলের পাশে মাটির স্তুপ করে রেখে রাস্তার ক্ষতি ও জনদূর্ভোগ সৃষ্টি করায় খোরশেদ আলমকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং বড়চালা এলাকায় ৩ টি মৎস্য খামারকে সরকারি নির্দেশক না মানায় রাশেদ, তোফাজ্জল, রয়েলকে ৫০ হাজার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন। তিন লক্ষ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন সরকারী কোষাগারে জমা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তার, সহকারী প্রকৌশলী শামস উদ্দিন, পুলিশে সদস্যসহ অন্যান্যরা।