শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, কালিয়াকৈর বাজার, সফিপুর বাজার এলাকায় বুধবার সকলে মাছের আড়ৎ এ অভিযান চালিয়ে ১৬০ কেজি অবৈধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং পিরানহা মাছ বিক্রয় করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি) ইশতিয়াক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, কালিয়াকৈর বাজার, সফিপুর বাজার এলাকায় মাছের আড়ৎ গুলো র্দীঘদিন যাবত অবৈধ পিরানহা দিয়ে ব্যবসা করে আসছে এ বিষয়টি অর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে বুধবার সকালে কালিয়াকৈর সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় সফিপুর বাজারে হাবিবুর রহমান শিফাতদের মাছের আড়ৎ থেকে ১৬০ কেজি অবৈধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং পিরানহা মাছ বিক্রয় করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই জব্দ করা পিরানহা মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালত, মৎস্য অফিসের কর্মকর্তারা ও কালিয়াকৈর থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালতে নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. তরিকুল ইসলামের নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী হাফিজুল আমিন এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬০ কেজি অবৈধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং পিরানহা মাছ বিক্রয় করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এই অভিযান অব্যাহত থাকবে।