শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রোববার বিকেলে জনি নামে এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাজীপুর শহিদ তাইজুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
নিহত জনি সরকার (১৯) উপজেলার কালামপুর এলাকার সুশীল চন্দ্র সরকারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কালামপুর এলাকায় বাবা মাকে নিয়ে হামিদের বাসায় ভাড়া থেকে ভ্যান চালাত। বাবা ও ছেলে দুজনেই ভ্যান চালাত। মা স্থানীয় পোশাক কারখানায় কাজ করতো। প্রতিদিনের মত জনিকে বাড়িতে রেখে গতকাল তার মা কারখানায় চলে যায় ও বাবা ভ্যান নিয়ে বের হয়। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি আসেন তার বাবা। বাবা বাড়িতে এসে দেখতে পায় ঘরের ভেতর আড়ার সাথে ছেলেকে ঝুলে দেখে চিৎকার করে। পরে বাবার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এলাকাবাসী পুলিশকে খবর দেয়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ভ্যান চালক জনির লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাজীপুর শহিদ তাইজুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কেন মারা গেছে তার কারন পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ আইনুল হক জানান, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা।