শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
ভূমি অফিসে জনদূর্ভোগের চিরাচরিত সমলোচনার প্রচলিত ধারণা ভেঙ্গে দিয়ে উন্নত সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে। অনেকটাই বদলে গেছে ভূমি অফিসের চাল চিত্র। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভুমি অফিসে দালালদের উৎপাত ঠেকাতে ও ভুমি সংক্রান্ত কাজে আগত জনসাধারনের নানা দুর্ভোগ লাঘবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কালিয়াকৈর উপজেলা ভূমি অফিস দালাল মুক্ত ঘোষণা করা হয়েছে।
সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এ ঘোষণা দেন।
সোমবার দুপুরে ভূমি অফিসে সাংবাদিকদের আলাপকালে সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ বলেন, ভূমি অফিসকে তিনি দালাল মুক্ত ও জনগণকে সহজে সেবা পেতে সহযোগিতা করতে চান। তিনি বলেন, তার অফিসে কেউ কোনো দালালকে প্রশ্রয় দিবেন না। তিনি আরো বলেন, বিশেষ মাধ্যমে জানতে পেরেছে কিছু দালাল চক্র বা সিন্ডিকেট সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে একটি আবেদন করার জন্য টাকা নিয়ে থাকে। এই কাজটি যাতে কেউ না করতে পারেন সেজন্য তিনি কঠোর ব্যবস্থা নিবেন। সাধারণ মানুষ এই অফিস থেকে সহজে সেবা পাবে।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সদস্য বিপ্লব হোসেন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক সেলিম হোসেন প্রমূখ।