শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

কালিয়াকৈরে ভাতিজার চাকুর আঘাতে ৪ চাচা গুরুতর আহত

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরে বরাব এলাকায় বুধবার সকালে আব্দুর রশিদ চার ভাইদের সাথে গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার দারালো চাকুর আঘাতে চার চাচা গুরুতর আহত হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার বরাব এলাকার হাতেম আলী ছেলে আব্দুর রশিদ(৬০), নাশু মিয়া(৫৭), হাসেম আলী(৫২) ও জসিম উদ্দিন (৪২)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বরাব এলাকায় আব্দুর রশিদ, নাশু মিয়া, হাসেম আলী, জসিম উদ্দিন ও তার ভাতিজা ইসতিয়াক আহমেদ রুবেল দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। পরে এলাকার লোকজন গ্রাম্য সালিশে তার চাচাদের জমি বলে স্বীকৃতি পায়। ওই জমিতে কিছু মেহগুনি গাছ রয়েছে। বুধবার সকালে ইসতিয়াক আহমেদ রুবেল ওই গাছ কাটতে যায় এতে তার চাচারা বাধাঁ দিলে ভাতিজা ইসতিয়াক আহমেদ রুবেল ও তার বন্ধু মাসুদ রানা দারালো চাকু দিয়ে চার চাচাকে এলোপাতারিভাবে আঘাত করে গুরুতর আহত করে। তাদের ডাকচিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে সে সময় তারা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হামিরন বেগম জানান, গাছ কাটা নিয়ে ঝগড়া হয় এক পর্যায় ইসতিয়াক আহমেদ রুবেল তার বন্ধু মাসুদ রানা তাদেকে ধরে রাখে। আর ইসতিয়াক আহমেদ রুবেল তাদেরকে চাকু দিয়ে আঘাত করে আহত করেন। তবে নাশু মিয়ার পেটের ভূড়ি বের হয়ে যায়।

মৌচাক ইউনিয়নের মেম্বার শহিদুজ্জামান জুয়েল জানান, ইসতিয়াক আহমেদ রুবেল ও তার বন্ধু এলাকায় মাদক ব্যবসা করে গ্রামের পরিবেশ নষ্ট করিতেছে। সকালে সে তার চাচাদের চাকু দিয়ে আঘাত করে আহত করেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, শুনেছি আহতরা চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com