শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কমকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা ফারহানা ইসলাম, সরকার আব্দুল আলীমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কমকর্তারা।