শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ি এলাকার এক বৃদ্ধা নারী নিখোঁজ হন। নিখোঁজের ৮ দিন পর বুধবার দুপুরে পুলিশ ওই এলাকার লৌহজং নদীরপাড় থেকে এক বৃদ্ধার খন্ড-বিখন্ড কঙ্কাল উদ্ধার করেছে।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্ধাবাড়ি এলাকার মৃত আনর আলীর স্ত্রী জরিনা বেগম (৬৫)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জরিনা বেগম কোমর ব্যথা হলে গত ৩০ এপ্রিল বিকেল ৫টার দিকে পাশের গ্রামে কবিরাজ বাড়িতে যান। এরপর তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করে তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে গত ২ মে জরিনা বেগমের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। নিখোঁজের ৮ দিন পর তার মেয়ে শাহানাজ বেগম বাড়ির পাশে লৌহজং নদীরপাড়ে খন্ড-বিখন্ড কঙ্কাল পড়ে থাকতে দেখেন। এসময় কঙ্কালের উপর পরনের কাপড় দেখে জরিনা বেগমকে সনাক্ত করেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।তবে নিখোঁজের আট দিনে কঙ্কাল হওয়ায় স্থানীয় লোকজন ও পুলিশের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও জরিনা বেগমকে পাননি। হঠাৎ করে এ কঙ্কাল পাওয়া গেছে। আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি জরিনা বেগমের। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।