বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

কালিয়াকৈরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় নবম শ্রেনীর ছাত্রীকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আতিকুল ইসলাম আতিক(২২) নামে এক বখাটের বিরোদ্ধে।

ওই ঘটনায় সোমবার সকালে মেয়ে মা আকলিমা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া এলাকার মোকদম আলীর মেয়ে নবম শ্রেনীর ছাত্রীকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আতিকুল ইসলাম আতিক নামে ওই বখাটে বিভিন্ন সময় মেয়ের বাবাকে মোবাইল ফোনে তুলে নিয়ে যাওয়ার হুমকী প্রদান করেন। গত ২ জুন সকালে প্রাইভেট পড়ার উদ্যোশে বাড়ি থেকে রওয়ানা হয় ওই মেয়ে। বাড়ির পাশে উৎপেতে থাকা আতিক, আসিফ, আজাহার মেয়ে স্কুলের কাছে পৌছালে তাহার মুখ চাপিয়ে ধরিয়া একটি মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে চলে যায়। আতিকের বাড়িতে নিয়ে মেয়েকে জোরপূর্বক সাদা কাগজে সই নেয়। পড়ে এলাকায় সবার কাছে অপপ্রচার চালায় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। পরে ওই মেয়েকে জোরপূর্বক দাম্পত্ত জীবন যাপন করতে বাধ্য করেন। নিরহ মা-বাবা তার মেয়েকে ওই ছেলের বাড়িতে থেকে আনতে গেলে ছেলে আতিকুল তাদেরকে বলে আপনার মেয়ের সাথে আমার বিবাহ হয়েছে। মা-বাবা মেয়ের সাথে দেখা করতে চাইলে আতিকুল তাদের সাথে দেখা না করিয়ে তাদেরকে বাড়িতে ফিরত পাঠিয়ে দেন। অক্টোবর মাসের ৪(চার) তারিখে আতিকুল, আজাহার, আসিফ তিনজন মিলে ওই মেয়েকে মারপিট করে আতিকুলের বাড়ি থেকে বাহির করে দেয়। মেয়ের বাবা মোকদম আলী বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানালে ওই বখাটে ছেলেকে নিয়ে বিচারে বসলে তারা কোন মেয়ের কাবিননামা দেখাতে পারেনি। গত তিন মাস ধরে মেয়েকে ধর্ষণ করে আসছে। ওই ঘটনায় সোমবার সকালে মেয়ের মা আকলিমা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আতিকুলকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আসামী আতিকুলকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানা অধীনস্ত ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম জানান, ধর্ষণের মামলার ভিত্তিতে আসামীকে আতিকুল ইসলাম আতিককে(২২)গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com