শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
“সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার বিকেলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা চত্তরে এ দিবস পালিত হয়।
উপজেলা প্রসাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এছাড়া একই স্থানে “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর অনুষ্ঠিত হয়। পরে উপজেলার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী এডঃ আ ক ম মোজাম্মেল হক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নিবাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নাসরিন আরা পুষনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।