শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে বিভিন্ন পয়েন্টে সালনা হাইওয়ে পুলিশ চেক পোষ্ট বসিয়ে তল্লাসী করছে। যাতে কোন যাত্রীবাহী পরিবহন রাজধানী ঢাকার দিকে প্রবেশ করে করোনা ভাইরাস না ছড়ায় সেই কারনে পুলিশের চেক পোষ্ট বসানো হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম খান পিপিএম জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে চেক পোষ্ট বসানো হয়েছে। নিত্য পন্যবাহী যানবাহন ছাড়া সকল পরিবহন চেক করা হচ্ছে যাতে কোন যাত্রী চলাচল না করতে পারে।