রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকালে ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্তে উপজেলা পরিষদ সভাকক্ষে ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবস-২০১৮ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা: সাহাব উদ্দিন আহসান ও আঃ ওহাব মিয়া, আঃ রাজ্জাক জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আঃ রশিদ গাজীপুর জেলা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, আইয়ুব রানা সভাপতি কালিয়াকৈর প্রেস ক্লাব, সরকার আঃ আলীম যুগান্তর প্রতিনিধি কালিয়াকৈর, উপজেলা যুব উন্নয়ন, আনসার, পল্লী উন্নয়ন প্রকল্প, মহিলা বিষয়ক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগন, অজিত কুমার সাহা জেলা আ’লীগের বন বিষয়ক সম্পাদক ও হিন্দু কল্যান ট্রাষ্ট কালিয়াকৈর উপজেলা সম্পাদক প্রমুখ।