শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বন বিভাগের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের হিড়িক চলছে। সপ্তাহ আগে মৌচাক বিট কর্মকর্তা মনিরুল ইসলামের অকাল মৃত্যুর সুযোগে কালিয়াকৈর রেঞ্জের আওতায় মৌচাক বিট অফিসের ভান্নারা সাব বিটের বন প্রহরী আলমগীর এবং রাশেদকে ম্যানেজ করে বন বিভাগের জমি দখল করে ঘর নির্মাণ করছে বলে অভিযোগ ওঠেছে।
সরজমিন পরিদর্শনে জানা যায়, মৌচাক বিট অফিসের আওতায় ভান্নারা সাব বিটের অধিনে ধোপাচালা এলাকায় সরকারি বনের জমির ১০-১৫টি গজারি গাছ কেটে মৃত আদর আলীর ছেলে আব্বাস আলী ৪০ হাত আধা পাকা ঘর, শহিদুলের ২৬ হাত আধাপাকা ঘর, নুর নবীর দোচালা ১৮ হাত ঘর, তাছলিমা স্বামী সাজেদুল ইসলাম ২২ হাত আধা পাকা ঘর, হাতু মাধবরের ছেলে মিজানুর রহমান ৩০ হাত আধা পাকা ঘর, আশরাফের ২০ হাত টিনসেট ঘর নির্মাণ করছে।
এঘটনায় ধোপাচালা এলাকার উপকার ভোগী সদস্য আদর আলীর ছেলে শহিদুল ইসলামের পুত্রবধূ শিউলি বেগম জানান, সত্যি কথা বলতে কি আমরা এই ঘর নির্মাণের জন্য ভান্নারা বিটের লোকদের ম্যানেজ করা হয়েছে। তবেই এই ঘর করেছি।
এ ব্যাপারে বন প্রহরী রাশেদ ও আলমগীরের মোবাইল নম্বরে একাধিক ফোন করেও তাদের কাউকে পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বনের জমিতে যেই ঘর বাড়ী নির্মাণ করবে খবর পাওয়ার পরের দিনে গিয়েই উচ্ছেত অভিযান করে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।