বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বন্যার পানিতে ভেঙে গেল সড়ক, চলাচলে দুর্ভোগ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরে বন্যার পানিতে আঞ্চলিক সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উপজেলার সফিপুর থেকে বড়ইবাড়ী যাতায়াতের প্রধান সড়কের বাশতলী এলাকায় কিছু অংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। দীর্ঘদিন পানিতে প্লাবিত সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সড়কটিতে দেখা দিয়েছে ভাঙন। পানি কমে সড়ক জেগে উঠলেও তীব্র স্রোতে ভেঙে বিলীন হয়ে গেছে সড়কের একাংশ।

সরেজমিনে দেখাযায়, বাশতলি বিদ্যুৎ অফিস সংলগ্ন সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কটিতে ভাঙা থাকায় উপজেলার প্রায় অর্ধশত গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দুই পাড়ে আটকা পড়েছে আছে শতশত যানবাহন। ভোর হতেই ব্যাস্ততম এ পথে যাতায়াত করে শতশত কর্মজীবি মানুষ। এছাড়া এই সড়ক পথ ধরে চলাচল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যবাহী যানবাহন। সড়ক ভাঙা থাকায় চলাচল ব্যাহত রয়েছে যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল।

এদিকে বিকল্প সড়কগুলো এখনো পানি ডুবে থাকায় ঝুঁকি নিয়ে ভাঙা অংশ পারাপার হচ্ছে পথচারীরা। ভোগান্তিতে এড়াতে সরু একটি বাঁশের সাঁকো তৈরি করে মানুষ চলাচলের ব্যবস্থা করা হলেও সেখানে চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে পথচারীদের।

যানবাহন চালকরা জানান, পানির কারণে গত এক মাস ধরে এই রোডে যান চলাচল বন্ধ আছে। এখন পানি শুকিয়ে গেলেও সড়কটি ভেঙে খালে রুপ নিয়েছে। যার কারণে আমাদের গাড়ি নিয়ে চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে।

কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী সাজ্জাদ কবীর জানান, বন্যায় পানি কমে গেলে  অতি তারাতারি  উপজেলার যে কয়টি সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে  সব সড়কগুলো মেরামতের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com