বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নির্দেশক্রমে আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ আলিম এর উদ্যোগে বন্যার্ত ও গরিব-দুঃখীদের মাঝে আজ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এসময় নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাঃ মাহবুব আলম সোহাগ ও মেডিসিন বিভাগের ডাঃ শাকিল আহমেদ ডাঃ সোনিয়া সুলতানা কনা এলাকার বিভিন্ন অসহায় রোগীদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ঔষধ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ আলিম, আব্বাস মাস্টার আসাদুজ্জামান খান, আব্দুল আওয়াল, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com