বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি অভিযোগ দায়ের করেছেন স্কুলের সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত কয়েক মাস পূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে কালিয়াকৈর উপজেলার প্রত্যেক স্কুলের জন্য শহীদ মিনার নির্মাণ কাজের বরাদ্দ হয়। কালমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য শহীদ মিনার ও আনুষঙ্গিক কাজের জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ হয়। প্রধান শিক্ষক কাজ করার কথা বলে সভাপতি ও ম্যানেজিং কমিটির থেকে চেক স্বাক্ষর করে নেয়। উক্ত শহীদ মিনারটি এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি। পরবর্তীতে সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যরা কাজের কথা বললে প্রধান শিক্ষক তালবাহানা করে। প্রধান শিক্ষক সরকারী গুরুত্বপূর্ণ কাজের কথা বলে ফাঁকি দেয়।
কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবুল ড্রাইভার জানান, স্কুলের শহীদ মিনারের কথা বলে আমার কাছ থেকে চেক সই করে নিয়ে গেছে এখন পর্যন্ত শহীদ মিনার তৈরি করে নাই। সে টাকা আত্মসাত করেছেন।
কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। সভাপতি স্কুলের মাটি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। তার হিসাব চাওয়াই আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, এই ঘটনা কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্ত করা হয়েছে। ওই স্কুলের সংস্কারের কাজ করার কারণে শহীদ মিনার তৈরি করা হয়নি। তবে বিগত ছয় বছরে স্কুলের কোনো উনয়ন কাজ করা হয়নি। যেসব বরাদ্দ এসেছে তার হিসাব নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি ।এই ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।