শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহাবাজপুর এলাকায় শনিবার রাতে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই ঘটনায় আহতের ছেলে দেবাশীষ দত্ত বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
আহত ব্যক্তি উপজেলার সাহাবাজপুর এলাকার মৃত. বাদল চন্দ্র দও ছেলে অমল চন্দ্র দত্ত। তিনি সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাহাবাজপুর এলাকায় তার পিতা মৃত. বাদল চন্দ্র দত্ত জীবিত থাকা অবস্থায় বাড়ির পাশে একটা মন্দির প্রতিষ্ঠা করে। সেই থেকে সনাতন ধর্মের লোকজন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। মন্দিরের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাত ৯ ঘটিকার সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্দিরের সামনে বসে কীর্তন অনুষ্ঠান বিষয়ে মিটিং চলছিল। ওই মিটিং চলাকালীন সময় উত্তম কুমার ঘোষ ও অমল চন্দ্র দত্ত দুজনে মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তম কুমার ঘোষ তার ছেলে মিল্টন কুমার ঘোষসহ ৪/৫ লোক দা, লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি জনতার সামনে তাহার উপর হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন জখম করে। এ সময় তার ছেলে মিল্টন কুমার ঘোষের হাতে থাকা দা দিয়ে মাথার উপর এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সে সময় মিল্টন অমল চন্দ্র দত্তকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এই ঘটনায় তার ছেলে দেবাশীষ দত্ত বাদী হয়ে কালিয়াকৈর থানায় সোমবার দুপুরে একটি মামলা দায়ের করেন।
উত্তম কুমার ঘোষ জানান, আমি তাদেরকে মারধর করিনি তারাই আমাকে ও আমার ছেলেকে মারপিট করেছে।
কালিয়াকৈর থানার (এসআই) আব্দুল হাকিম জানান, এ ঘটনায় সোমবার দুপুরে একটি মামলা দায়ের হয়েছে। তবে আসামী ধরার জন্য জোর প্রচেষ্ঠা চলছে।