রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুরের কালিয়াকৈর আওয়ামী যুবলীগের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও বন্দুক যুদ্ধে নিহত সন্ত্রাসী মুচি জসিমের অন্যতম সহযোগী এ.বি সিদ্দিক বাবুকে দল থেকে অবশেষে বহিস্কার করা হয়েছে।
রোববার কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া ও সাধারন সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত এক বার্তায় তাকে পৌর যুবলীগের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
দলীয় সুত্রে জানা যায়, গত ২৯-০৯-১৮ইং তারিখে কালিয়াকৈর পৌর আওয়ামী যুবলীগের এক জরুরী বর্ধিত সভায় দলীয় নিয়ম শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার কারনে পৌর যুবলীগের সাংগঠনিক পদ থেকে এ বি সিদ্দিক বাবুকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পৌরযুবলীগের সভাপতি আতাউর রহমান জয় ও সাধারন সম্পাদক সুমন রানা সাংগঠনিক সম্পাদক এ.বি সিদ্দিক বাবুকে বহিস্কারের সুপারিশ করেন। পরে উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া ও সাধারন সম্পাদক রেজাউল করিম পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি সিদ্দিক বাবুকে তার পদসহ দল থেকে বহিস্কার করে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম এ.বি সিদ্দিক বাবুকে বহিস্কারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।