বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

কালিয়াকৈরে পৌরসভার রাস্তার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার চন্দ্রা থেকে বক্তারপুর রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইট ও বালু দিয়ে ব্যবহার ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অতি অল্প সময়ের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে বলে ধারনা করেছে এলাকাবাসী।

পৌরসভার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা থেকে বক্তারপুর রাস্তার ৩১০০ মিটার বিএমডি এফ কাজের ৩ কোটি ৬৮ লক্ষ টাকা বাজেটে রাস্তার তৈরির কাজ চলছে। রাস্তাটি ৫৪০ মিটার ঢালাই কাজ ও ২৫৬০মিটার কার্পেটিং হবে। তবে এর মধ্যে ৭টি কালভার্ট কাজ রয়েছে। গত বছর সেপ্টেম্বর মাস কাজ শুরু হয় কিন্তু চলতি বছরে জুলাইয়ে মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৪০ ভাগ বাকী বয়েছে। এখনো খুড়া খুড়ির কাজ চলছে আবার বৃষ্টি হলে ভোগান্তির সীমা থাকেনা ওই রাস্তায় চলাচলকারী যাত্রীদের। ঠিকাদারী প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজ কাজের গাফলতির কারনে রাস্তার কাজ ধীরগতি হচ্ছে। রাস্তার দু-পাশে দুই ফুট বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও সেখানে নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে না। পূর্বের রাস্তার পুরাতন ইট ও নিম্নমানের ইট ও বালু দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। পিকেট ইট দিয়ে কাজ করার কথা থাকলেও সেখানে টাকা কম দিয়ে আধলা ইট নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। আবার রাস্তার কাজ সময় কালের মধ্যে শেষ না হওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

গাড়ী চালক সাইদুর রহমান জানান, রাস্তার ইট বালু দুই নাম্বার দিয়ে কাজ করতেছে এই রাস্তা বেশি দিন টিকবেনা। দুই পাশে মাটি খুড়াখুড়ি করে কাজ বন্ধ করে রেখেছে। ভাঙ্গা চুড়া রাস্তা দিয়ে চলাচল করা যায় না।

ঠিকাদার প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ হোসেন আলী জানান, সমস্থ রাস্তা ভাল কাজ হয়েছে আপনার নিউজ করার ধরকার নেই। আর রাস্তার যদি দুই নাম্বার ইট থাকে তাহলে সড়িয়ে ফেলবো।

কালিয়াকৈর পৌরসভার নির্বাহী প্রকৌশলী হরিপদ রায় জানান, রাস্তার কাজ খারাপ করার কোন সুযোগ নেই। আর আধলা ইট যদি ভাল হয় তাহলে চলবে সমস্যা নেই। দুই নাম্বার ইট দিয়ে রাস্তায় কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না হলে সময় বড়ানো হবে।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান জানান, রাস্তায় নিম্নমানের কাজ হলে রাস্তার বিল আটকিয়ে দেওয়া হবে। ঠিকাদারকে কোন ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com