রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪টি পেট্টোল পাম্পে ওজনে কম দেওয়ায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মোহাম্মদ শামসুজ্জোহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় উইনার এনার্জি ফিলিংকে ১০ হাজার, শিলাবৃষ্টি পাম্প মালিককে ১০ হাজার, ভুমি সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার এবং অশোকা ফিলিং ষ্টেশনকে ১০ হাজারসহ মোট ৬০ হাজার টাকা জরিমান আদায় করেন।
অপরদিকে, কালিয়াকৈর বাজারে ওজনে কম দেওয়ায় ৭টি ফলের দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন বি এস টিআই এর সহকারী পরিচালক ও কালিয়াকৈর থানা পুলিশসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা।