শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে চাবাগান এলাকায় শুক্রবার বিকেলে তুরাগ নদে পানিতে ডুবে তমাল দেবনাথ নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ যুবক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচড় এলাকার সুভাষ দেবনাথের ছেলে তমাল দেবনাথ(২৪)।
ফায়ারসার্ভিস সুত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকা থেকে বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকাযোগে তুরাগ নদে ভ্রমনে আসে। নৌকাযোগে কালিয়াকৈর উপজেলার চাবাগান বাজার সেলুঘাটে পৌছলে তমাল দেবনাথসহ কয়েক বন্ধু নৌকা থেকে নদীতে গোসল করতে নামে। পরে তার বন্ধুরা পানি থেকে উঠলেও তমাল দেবনাথ পানিতে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা তমালদেবনাথকে অনেক খোজাখুজি করলেও তাকে তারা খোজে পায়নি। পরে তার বন্ধুরা ৯৯৯এ কল করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, ৯৯৯এ নিখোজের সংবাদ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌছে তাকে খোজার চেষ্টা করা হচ্ছে।