শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে নাতির মৃত্যু খবর পেয়ে তার দাদার মৃত্যু বরণ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মেদী আশুলাই পালোয়ান বাড়ি এলাকায় শুক্রবার সকালে। এ ঘটনায় ওই পরিবারের শোকের মাতাম চলছে।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার মেদী আশুলাই পালোয়ান বাড়ি এলাকার লাবিব উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম জয়(১৮) ও জহিরুলের দাদা হেলাল উদ্দিন হালু(৭৫)।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জহিরুল মুন্সিগঞ্জে একটি পলেটেকনিক্যালে লেখা-পড়া করে আসছিল। গত কয়েক দিন আগে কলেজ বন্ধ থাকায় জহিরুল ইসলাম বাড়ি আসে। জহিরুল মাকে ডাক দিয়ে পুরাতন কাপড় দিয়ে একটা রশ্মি তৈরি করেন। মা বার বার ছেলেকে জিজ্ঞাস করে বাবা রশ্মি দিয়ে কি করবি ছেলে বলে মা এমনি। মা তখন আর কিছু বলে নাই। জহিরুল ও তার ছোট বোন লতিফা ছিল মা-বাবার আদরের সন্তান। তারপর সবার সাথে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ির পাশে লেচু গাছের ডালের সাথে ফাঁস দেয়। শুক্রবার ভোর রাতে জহিরুলের বাবা ফজরের নামাজ শেষে বাড়ির দক্ষিণ পাশে গেলে দেখতে পায় ছেলে গাছের ডালে ঝুলে আছে। বাবা চিৎকার দিয়ে বলে কে কোথায় আছ আমার ছেলেকে বাঁচাও। পরে তার ডাক-চিৎকারে আশেপাশের লোক ছুটে এসে দেখতে পায় গাছের সাথে ফাঁস দিয়ে মারা গিয়াছে। এসময় তার দাদা নাতির মৃত্যুর সংবাদ শোনে শুক্রবার সকালে সে মৃত্যুবরণ করেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের আবেদনের প্রেক্ষিতে
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
চাপাইর ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সেতু জানান, নিহতের পরিবার আমাকে জানালে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লেচু গাছের ডালে ফাঁস দিয়ে ঝুলে আছে।
কালিয়াকৈর থানার (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে স্বজনদের আবেদনে লাশটি রেখে আসা হয়েছে।