বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার রাতে উপজেলার কালামপুর এলাকা থেকে পুলিশের নকল সার্জেন্ট আটক করা হয়েছে। আটককৃত হলেন- রংপুর জেলার তারাগঞ্জ থানার দোয়ালিপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রবিউল ইসলাম(৪০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে চন্দ্রা বাসস্টান্ড থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মিজানুর রহমানের যাত্রী সেজে বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে কালামপুর দক্ষিণ পাড়া ইয়াছিনের মাঠের কাছে পৌছালে মোটরসাইকেলটি থামাতে বলেন যাত্রী রবিউল ইসলাম। এ সময় নিজেকে সার্জেন্ট পরিচয় দিয়ে চোরাই মোটরসাইকেল বলে চালকের নিকট টাকা দাবী করে। চালক যাবতীয় কাগজপত্র দেখালেও সে তালবাহানা শুরু করে। এক পর্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এলাকাবাসি ছুটে এসে রবিউলকে সন্দেহ হলে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।
এসময় তার সাথে থাকা সেনাবাহিনী লেখা লগো, ওয়াকিটকিসহ চারটি পরিচয়পত্র জব্দ করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মিজানুর রহমান বাদী হয়ে মঙ্গলবার কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানায় ওসি(তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, আটককৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।