বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধর্ষণকারীর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণকারীর গ্রেফতার ও তাদের দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষিতার পরিবার। এসময় বক্তব্য আবেগ আপ্লুত হয়ে ধর্ষিতা বলেন, বিয়ের কথা বলে গত ৫ জানুয়ারি রাত ১১টার সময় কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকায় লেবু বাগানের ভিতরে নিয়ে আব্দুস সাত্তার ও তার দুই বন্ধু মিলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১২ই জানুয়ারি কালিয়াকৈর থাানায় ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার (এসআই) রাজিব সিকদার জানান, এঘটনায় অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com