শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

কালিয়াকৈরে দুই মাদকসেবিকে আটক করে পুলিশে সোর্পদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকায় শনিবার দুপুরে আব্দুর রাজ্জাক ও সোহাগ নামের দুই মাদকসেবিকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক(২৫) কালিয়াকৈরের বরাব এলাকার কলিম উদ্দিনের ছেলে ও সোহাগ(৩০) কালিয়াকৈরের মুরাদপুর এলাকার ইউনুস আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ফটিক মার্কেট এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে আব্দুর রাজ্জাক ও ইউসুফ আলী সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। এসময় আশপাশের লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে। পরে শরীরে তল্লাশী চালিয়ে একজনের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও এলাকায় মাদক বিক্রি করে আসছে। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) রনি কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com