শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে মঙ্গলবার বিকেলে পৌর আ’লীগের নিজস্ব অর্থায়নে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন জয়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা প্রমুখ।