শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সোমবার দুপুরে সিটি বেকারী, আইসক্রীম তৈরির কারখানা ও চন্দ্রা ফুড প্লাজা তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি) ইশতিয়াক আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিটি বেকারী, আইসক্রীম তৈরির কারখানা ও খাবার হোটেল চন্দ্রা ফুড প্লাজা র্দীঘদিন ধরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ব্যবসা চালিয়ে আসছে। নানা রকমের রং মিশিয়ে তৈরি করা হয় বেকারীর ও আইসক্রীমের খাবারে এবং তাদের মেয়াদ উর্ত্তীণ কোন তারিখ নেই। খাবার হোটেলে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি পচা খাবার। ওই খাবার মানবদেহের জন্য ক্ষতিকারক এবিষয়টি অর্ধতন কর্মকর্তাদের নজরে এলে সোমবার দুপুরে কালিয়াকৈর সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় সিটি বেকারীর মালিক গোলাম কিবরিয়াকে ২০ হাজার টাকা, আইসক্রীম তৈরির কারখানার মালিক আকতারকে ২০ হাজার টাকা ও খাবার হোটেল চন্দ্রা ফুড প্লাজার ম্যানেজার মিন্টু মিয়াকে ১০ হাজার টাকা জরিমান করেন। ভ্রাম্যমাণ আদালত উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা ও কালিয়াকৈর থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালতে নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, খাবারে রং মিশানো ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com