শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সকালে ট্রাক চাপায় তমা আক্তার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত তমা আক্তার (২৯) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর টুরীপুট্টি এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌছলে একটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করলে এসময় ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা এক নারী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা এস আই আনোয়ার হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।