শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

কালিয়াকৈরে জোরপূর্বক বিষপানে শ্বাশুড়ীকে হত্যার চেষ্টার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে জোরপূর্বক বিষ পান করিয়ে শ্বাশুড়িকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বড় ছেলের বউ তার দুই বোন ও প্রতিবেশী সহযোগী এক যুবদলের নেতার বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আশাপুর মধ্যপাড়া এলাকায় গত শুক্রবার বিকেলে।

হাসপাতালে চিকিৎসারত ওই শ্বাশুড়ী হলেন, উপজেলার আশাপুর মধ্যপাড়া এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী সূর্য্যবানু (৫০)।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আশাপুর মধ্যপাড়া এলাকার আব্দুস সাত্তারের বড় ছেলে প্রবাসী জাফর হোসেন ও ছোট ছেলে প্রবাসী জাহিদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে দু-পক্ষের একাধিক অভিযোগ ও মামলা থাকার সুযোগে জাফরের স্ত্রী তাহমিনা বেগমের সাথে প্রতিবেশী ও ঢালজোড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফ মন্ডলের পরক্রিয়ার সম্পর্ক গড়ে উঠে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে শ্বশুর-শ্বাশুড়ী ও ছোট ছেলের বউ বিভিন্ন সময় প্রতিবাদ করে। এতে ওই নেতা ও বড় ছেলের বউ আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাদের ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে। এমন কি ওই নেতার অত্যাচারের ভয়ে আশপাশের লোকজনও আতঙ্কে থাকেন। গত শুক্রবার বিকেলে ওই নেতা ছেলের বাড়ি এলে শ্বাশুড়ি সূর্য্যবানু তাকে আর আসতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নেতা, বড় ছেলের বউ, দুই সালিকা লাঠি-সোটা দিয়ে শ্বাশুড়ী সূর্য্যবানুকে এলোপাথারী মারধর করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার মুখ চেপে ধরে বিষ ঢেলে দেন ওই নেতা ও বড় ছেলের বউ। এ সময় ছোট ছেলের বউ রাবেয়া বেগম ফেরাতে গেলে তাকেও মারধর করা হয়। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নানা ধরণের তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসাধীন অবস্থায় শ্বাশুড়ী সূর্য্যবানু জানান, বড় ছেলের বউয়ের সাথে ওই নেতার অবৈধ সম্পর্কের বাধা দেয়ায় আমাকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে।

অভিযুক্ত বড় ছেলের বউ জানান, তিনি নিজেই বিষ খেয়ে আমাদের ফাসানোর চেষ্টা করছেন। এছাড়া আরিফ মন্ডলের সাথে পরক্রিয়ার বিষয়টিও মিথ্যা। তবে আমার স্বামী বিদেশে থাকায় তিনি আমাদের সহযোগীতা করে আসছেন। অপর অভিযুক্ত ঢালজোড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফ মন্ডল জানান, ওইদিন জাফরের বাড়িতে গেলে তার মা সূর্য্যবানু ক্ষিপ্ত হন। এ সময় রড নিয়ে গেলেও তাকে মারধর করা হয়নি এবং বিষও দেয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন নাহার জানান, ওই রোগী বিষ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে এলে ওয়াস করা হয়েছে। তবে তিনি এখনো চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার এসআই আজিম হোসেন জানান, ওই ঘটনার পর থানায় ওসি স্যারের কাছে আসলে তাদের অভিযোগ লিখে নিয়ে আসতে বলেন। কিন্তু তারা আর অভিযোগ দিয়েছেন কিনা? তা জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com