বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌচাক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবউল্যাহ বেলালী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, মৌচাক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক আনোয়ার সাহদাত, যুবলীগ সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মীরা।