শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় শনিবার ভোরে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ ও ৩৬ বছর।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বরিয়াবহ এলাকায় শুক্রবার রাতে গরু চুরি করতে যান ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল। গরু চোরের সদস্যরা ওই গ্রামের আব্দুস সামাদের বাড়িতে গরু চুরি করতে যান। ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে চোর চক্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ওই দুই চোরকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেণ। নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কাশেম জানান, গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় কালিয়াকৈর থানায় অজ্ঞাত নামে হত্যা মামলা করা হবে।