শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় ফেয়ার ট্রেড গ্রুপ লিমিটেড কারখানায় ডাই প্রসেসিং সেকশনের চার মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকেলে থেকে বিক্ষোভ কর্মবিরতি ঘোষণা করে কারখানা অভ্যন্তরে অবস্থান করছে শ্রমিক ও কর্মকর্তারা।
কারখানার শ্রমিকরা জানায়, ফেয়ার ট্রেড গ্রুপ লিমিটেড ডাই প্রসেসিং সেকশনের শ্রমিকরা গত চার মাস যাবৎ বেতন দেয়া হচ্ছে না। মঙ্গলবার বিকেলে বকেয়া বেতনের দাবিতে ওই শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা করে কারখানা থেকে বেরিয়ে আসে। পরে কারখানার শ্রমিকদের বকেয়া অর্জিত ছুটির টাকা না দেওয়ায় মুল ফটকের ভিতরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি আর্পূব জানান, শ্রমিকদের তিন মাসের বেতন দিতে রাজি হয়েছিল মালিক পক্ষ কিন্ত শ্রমিকরা রাজি না হওয়ায় মালিক পক্ষ চলে গেছে। কারখানার ভিতরে শান্তিপুর্ণভাবে অবস্থান করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।