বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে গৃহহীন নি:সন্তান ও বিধবা নারীর জন্য দুইটি ঘর নির্মাণ করে দিলেন পল্লীবিদ্যুৎ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: ‘গাজীপুরের কালিয়াকৈর ও ভূমিহীন থাকবে না কেই, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তাবায়নের অংশ হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর অনুপ্রেরণায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আজহার আলী এর উদ্যোগে ২জন গৃহহীন বিধবাকে গৃহ নির্মাণ করে দিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাগণ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে. রশিদপুর গ্রামে বিধবা প্রতিবন্ধী কদবানু তার ভাইয়ের বাড়ীতে বসবাস করতো। তার নিজস্ব কোন ঘর ছিল না। বহুবছর পূর্বে তার স্বামী মারা যায় তার কোন সন্তানাদিও নাই। পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তার তার জন্য ঘর নির্মঠু করে বিদ্যুৎ সংযোগ দিয়েছে এমনকি ফ্যান, লাইট পর্যন্ত লাগিয়ে দিয়েছে। সেই জন্য গ্রামবাসীসহ সবাই এমন মহতী কাজের প্রশংসা করছে। একইভাবে নাল্লা-পোল্লা গ্রামে দেখা যায়, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া একমাত্র শিশু সন্তান নিয়ে বিধবা মনোয়ারা বেগম ভিক্ষা করে দিনাতিপাত করতো। পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণ তার জন্য গৃহ নির্মাণ করে বৈদ্যুতিক সরঞ্জামাদি লাগিয়ে দেওয়ায় মনোয়ারা সহ এলাকাবাসী ভীষণ খুশি।

কালিয়াকৈর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ সোলায়মান হোসেন জানান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে কদবানু নামের এক নিঃসন্তান বিধবা প্রতিবন্ধী ও আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের উত্তর নাল্লাপোল্লা গ্রামের একমাত্র শিশু সন্তানের জননী বিধবা মনোয়ারা জন্য ঢাকা পল্লী সমিতি-১ এর কর্মকর্তাদের ব্যক্তিগত আর্থিক সহাতায় সরকারের ঘোষিত মডেল অনুযায়ী ২ টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়।

তিনি আরো জানান, ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাস্তবায়ন করতে যেয়ে আমরা জানতে পারি পল্লী বিদ্যুতের সদস্য হলেও ঘর না থাকায় বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না কদবানু নামে এক বিধবা প্রতিবন্ধী। তখন আমরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাগণ ব্যক্তিগত আর্থিক সহাতায় ‘আশ্রয়ণে অধিকার, শেখ হাসিনার উপহার’ শ্লোগাণ বাস্তবায়ন অংশে হিসাবে কদবানুসহ ২ জনকে গৃহ নির্মাণ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই এবং আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের উত্তর নাল্লাপোল্লা গ্রামে মনোয়ার নামে আরো এক অসহায় বিধবার সন্ধান পায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com