শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে সামনের খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন, গাজীপুর জেলার সে¦চ্ছাসেবকদলে সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তপন মাহমুদ, কালিয়াকৈর পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ।