বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত নিয়মিত অফিস না করে বেতন উত্তোলন করা অভিযোগ উঠেছে। সরকার ঈদের কোন কর্মকর্তা নিজ কর্মস্থল ত্যাগ না করার নিদের্শ দিলেও সে বন্ধের আগেই কর্মস্থল থেকে বাড়ীতে চলে গেছেন।
জানা গেছে, সারা দেশে সরকার ঈদে সরকারী অফিসের কোন কর্মকর্তা নিজ কর্মস্থল ত্যাগ না করার নিদের্শ দিলেও গাজীপুরের কালিয়াকৈর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সেই নিদের্শনাকে অমান্য করে বন্ধের আগে থেকে ওই কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে। নিয়মিত অফিস না করে মাসের পর মাস বেতন উত্তোলন করেন। কিন্ত সে অফিসের কাজ থাকলে অফিসে আসেন, নচেত সে বাসায় থেকে অফিস সহকারী ও নিরাপত্তা প্রহরী দিয়ে কাজ করান। সে শ্রীপুর উপজেলা থেকে ৩০ সেপ্টম্বর ২০১৯ সালে কালিয়াকৈর উপজেলায় যোগদান করেন। কালিয়াকৈর উপজেলায় যোগদানের পর থেকে সে নিয়মিত অফিস করেন না। ওই অফিসে রয়েছেন আরও একজন অফিস সহকারী ও চার জন নিরাপত্তা প্রহরী। গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তার স্ত্রী হওয়ায় সে অফিসে এসে ক্ষমতা দেখান।
ওই অফিসে এক কর্মকর্তা নাম না বলার শর্তে জানান, তিনি নিয়মিত অফিস করেন না কাজ থাকলে দুই এক দিন আসে। শুধু হাজিরা খাতায় সাক্ষর দিয়ে চলে যান। আমরা কিছুই বলতে পারি না তার অধিনে কাজ করতে হয়। কালিয়াকৈর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, সরকারী কোন কর্মদিবস থাকলে আমি তা পালন করি। আর ঈদে বাড়ী এসেছি আমার প্রয়োজনে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোকিতুল হাসান জানান, সে তো ঢাকায় থাকেন এই জন্য মাঝে মধ্যে আসেন। তবে ভাই নিউজ করার দরকার নেই। আমি বিষয়টি দেখবো আর যেন এরকম না হয়।
গাজীপুর জেলা দায়িত্বরত খাদ্য নিয়ন্ত্রক শিখা আক্তার জানান, ওই কর্মকর্তা গতকালও তো সে অফিস করেছেন। আমি এখন বাহিরে আছি পরে আপনার সাথে কথা বলবো।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জনান, ওই কর্মকর্তার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।