শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের ছাত্রলীগের আয়োজনে শনিবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধে ক্লীন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। এসময় ছাত্র-ছাত্রীরা কলেজের আশে পাশে ময়লা আর্বজনা পরিস্কার করেন। যাতে করে ডেঙ্গুবাহিত কোন রোগ মানব দেহে আ্ক্রমন না করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের প্রিন্সপাল মোবারক হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান নুজরুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান রেজা সাইদ আল মামুন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তুহিন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের সভাপতি বিল্লাল হোসেন টুটুল, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের সাধারণ সম্পাদক মামুন মন্ডল, কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন(সবুজ), রুবেল হোসেন, আসলামসহ কলেজের ছাত্র ছাত্রী ও বিভিন্ন নেতাকর্মীরা।