শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকায় ৭ শতাধিক ও উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ শতাধিক কৃষকদের মাঝে শুক্রবার দুপুরে প্রনোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে রবি- সরিষা বীজ ও সার বিতরণ করেন। এসময় ১৫শ কৃষকদের মাঝে ৩০ হাজার কেজি ডিএপি সার ও ১৫ হাজার কেজি এমওপি সার ১৫শ কেজি রবি-সরিষা বীজ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী রফিকুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।