শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

কালিয়াকৈরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

গাজীপুর রিজিয়নের সালনা হাইওয়ে থানার উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রা হাইওয়ে পুলিশ ক্যাম্পে এক আলাচনা সভা করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন- হাইওয়ে থানার এসআই মোজাম্মল হক, সার্জেন্ট নাজমুল হক, এসআই আনোয়ার হোসেন, এএসআই তারিকুল ইসলাম, সার্জেন্ট আনিছুর রহমান, পরিবহন শ্রমিক চন্দ্রা শাখার সভাপতি লাকি মিয়া, সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়াসহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com