শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় রোববার রাতে একাধিক মামলার আসামী ও তিন মামলার ওয়ারেন্টভুক্ত হানিফকে পালিয়ে যাওয়ার সহযোগীতা করলেন এক নারী আনসার সদস্য। হানিফ হোসেন ওই এলাকায় র্দীঘদিন মাদক,চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবপুর এলাকার কাঞ্চন মিয়া ছেলে হানিফ হোসেন নামে একাধিক মামলার মধ্যে তিন মামলা ওয়ারেন্টভুক্ত আসামীকে রোববার রাতে কালিয়াকৈর থানা পুলিশের এস আই নায়েবুলের নেতৃতে একদল পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামীকে আটকের চেষ্টা করে। পরে ওই এলাকার নারী আনসার সদস্য নার্গিস ও স্বর্ণা আক্তারসহ তাদের সহযোগীতায় পুলিশকে বাধা প্রধান করে। এক পর্যায় ওই নারী আনসারদে সাথে পুলিশের ধস্তাদস্তি হয় এসময় আসামী কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা থেকে আরও একদল পুলিশ এসে পরিস্তিতি শান্ত করে। জানা যায়, হানিফ ওই এলাকায় র্দীঘদিন মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছে।
নারী আনসার সদস্যের স্বামী মোঃ নুরুল জানান, আমার স্ত্রী আসামীকে ছিনিয়ে নেয়নি, পুলিশ আমার বাড়ীতে এসে মারধর করেছে।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মোঃ নায়েবুল জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেয়ে ওই ওয়ারেন্টভুক্ত আসামী হানিফ বাড়িতে আছে। পরে আসামীকে ধরতে গেলে ওই এলাকার আনসার সদস্য নার্গিস তার সহযোগীতায় আসামী পালিয়ে যেতে সহযোগীতা করেন। আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন মনিরুজ্জামান খাঁন জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আদালতে একটি প্রসিকেশন দেওয়া হয়েছে। আদালত অনুমোদন দিলে বাধাদানকারীদের বিরুদ্ধে মামলা রজু করা হবে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।