রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুর-১ আসন থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে গনসংযোগ করছেন। কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল বিপুল সংখ্যাক লোক নিয়ে উঠান বৈঠক করেন।
সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেনঝিচালা এলাকায় উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়াম্যান সিরাজুল ইসলাম সিরাজ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও গাজীপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম উজ্জামান শামীম, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর মেম্বার,গাজীপুর জেলার ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা সেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ইউসুফ শিকদার প্রমুখ।