রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর-বড়ইবাড়ি, বাড়ইপাড়া-চান্দাবহ সড়কসহ অধিকাংশ আঞ্চলিক সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনায় পড়ে প্রাণহানির মত ঘটনাও ঘটছে। সড়ক সংস্কারের জন্য কালিয়াকৈর এলজিইডি ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের কাছে লিখিত ও মৌখিক অনুরোধ জানানো হলেও কোন সুরাহা করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে আঞ্চলিক সড়কের অবকাঠামো দিন দিন বেড়েই যাচ্ছে।
এলাকাবাসী জানায়, রাস্তা ঘাটের উন্নয়ন কাজের সাথে সংশিষ্ট দফতরের সঠিক তদারকি না থাকায় অল্প সময়ের মধ্যে তা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। অভিযোগ আছে সংস্কারের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের। উপজেলার নয়টি ইউনিয়নের সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল ও পথচারীদের রাস্তায় বেড়িয়ে খানাখন্দ ও কাঁদা পেরিয়ে যাতায়াত করতে নানা ভোগান্তি শিকার হতে হচ্ছে। এতে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের এ বেহাল দশার জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলীদের দায়ি করেছেন ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। সফিপুর-বড়ইবাড়ি সড়কের দুই পাশ দিয়ে সিনাবহ বাজার পর্যান্ত গড়ে উঠেছে বেশকিছু শিল্প-কারখানা। এ রাস্তায় সব সময় কারখানার কভার ভ্যান, লরিসহ ভারী যানবাহন চলাচল করে। সড়কের অধিকাংশ স্থানেই খানা খন্দের সৃষ্টি হয়ে পানি জমে রয়েছে। ওই সড়কের বোর্ডমিল, পাশা গেট এলাকায় দুই থেকে তিন ফুট গর্তের সৃষ্টি হয়ে পানি জমে রয়েছে। এদিকে চন্দ্রা-সিনাবহ সড়কে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। খনা খন্দে রাস্তা নষ্ট হয়ে গেছে সাধারণ জানগন ভোগান্তি পোহাতে হচ্ছে।
অপরদিকে, বাড়ইপাড়া-চান্দাবহ সড়কে বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত খানা খন্দ তৈরি হয়ে এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ওই সড়কটি সংস্কার না করায় ওই এলাকার ২৫টি গ্রামের মানুষ কারখানার শ্রমিক স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সকলকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই রোডে চলাচলকারী যানবাহনের চালকেরা জানান, এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত উপজেলার আটাবহ ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামের মানুষসহ পাশ্ববর্তী ধামরাই উপজেলার যাদবপুর, শিমুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। এছাড়া চন্দ্রা-নবীনগর মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতে এ সড়কটি প্রায়ই বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত করছে উত্তরবঙ্গের হাজারো যানবাহনের চালকরা। সড়কের পাশদিয়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়।
পশ্চিম খোলাপাড়া সাকিল আহম্মেদ জানান, সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য করতে খুবই সমস্যা হচ্ছে। মালামাল পরিবহনে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। কালিয়াকৈর উপজেলা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী সরকার মোহাম্মদ সাজ্জাদ কবীর জানান, সফিপুর-বড়ইবাড়ি কিছু অংশ সমস্যা রয়েছে আর বাইড়পাড়া-চান্দ্রাবহ আঞ্চলিক সড়ক খনা খন্দ রয়েছে খুব তারাতারি মেরামত করা হবে।