বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়া এলাকা থেকে সোমবার দুপুরে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মধুগাড়ী পশ্চিমপাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৩৭)। উপজেলার মন্ডল পাড়া এলাকার মিজানের বাসার ভাড়াটিয়া।
পুলিশ সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির পাড় আব্দুল মালেকের বাসার ভাড়াটিয়া। গত ৩০ই ডিসেম্বর সিকান্দার মিয়াকে ফোন করে মন্ডলপাড়া নিয়ে তাকে ঘরের ভিতরে আটক করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এক পর্যায়ে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওইদিন সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়। পরে সিকান্দার মিয়া কালিয়াকৈর থানায় অভিযোগ করলে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার দুপুরে অপহরণকারী মন্ডলপাড়া মিজানের বাসার ভিতর থেকে তাইজুল ইসলামক গ্রেফতার করে পুলিশ।
কালিয়াকৈর থানার (এসআই) সহিদুল ইসলাম পিপিএম জানান, অভিযোগের ভিত্তিতে অপহরণকারী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।