শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় বুধবার সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশটি শরীরে কোন বস্ত্র ছিল না। নিহতের আনুমানিক বয়স (৩৭)। পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানার উপ-পরির্দশক(এসআই) মোঃ আতিকুর রহমান রাসেল জানান, লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।