মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

কালিয়ায় অর্ধ কোটি টাকা হাতিয়ে প্রবাসীর স্ত্রী-ছেলে লাপাত্তা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় একাধিক ব্যক্তিকে বিদেশে (মালায়েশিয়া) পাঠানোসহ নানা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসী আজিবর মোল্যা ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ভুক্তভোগীদের টাকা ফেরত পাওয়ার প্রত্যাশা করছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় ওই এলাকায় গেলে ভুক্তভোগীরা জানায়, উপজেলার পদুমা গ্রামের মৃত ছলেমান মোল্যার ছেলে প্রবাসী আজিবর মোল্যা ও তার পরিবার উপজেলার বিভিন্ন এলাকার লোকের কাছ থেকে বিদেশে পাঠানো, ছেলের চাকুরী, জমি বন্ধকসহ নানা প্রলোভন দেখিয়ে ফাঁকা চেক ও ৩’শ টাকার সরকারী ষ্ট্যাম্পে আজিবরের স্ত্রী শিখা বেগম ও তার ছেলে ইমন মোল্যা এ সমস্ত টাকা নিয়েছেন। বিগত মাস খানেক তারা পলাতক থাকায় অনেকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানা জানি হয়।

মৃত হারেজ গাজীর ছেলে গাজী মাহামুদুল আলম জানান, তার ছেলে ও ভাগ্নেসহ চার জনকে ৩ মাসের মধ্যে বিদেশে (মালায়েশিয়া) পাঠানোর বিষয়ে কথা হয় প্রবাসী আজিবরের সঙ্গে। এরই ধারাবাহিকতায় সরকারী ষ্ট্যাম্পে দুই দফায় তিনি আজিবরের স্ত্রী-সন্তানদের কাছে ১১ লক্ষ টাকা প্রদান করেন। পরিশেষে নির্ধারিত সময়ে ভিসা দিতে ব্যর্থ হলে আজিবরের ছেলে ইমোন তার কালিয়া উপজেলা সদরের কৃষি ব্যাংকের দুটি ফাঁকা চেক প্রদান করেন। চেক জমা দিলে কর্তৃপক্ষ জানিয়ে দেন ব্যাংক একাউন্টে পর্যাপ্ত টাকা নেই।

অতঃপর অভিযুক্তদের সঙ্গে কথা বললে সদুত্তর না পাওয়ায় তিনি আজিবরসহ তার ছেলে ইমন মোল্যা (২৫), স্ত্রী শিখা বেগম (৩৫), মেয়ে খাদিজা বেগম, জামাই ফরিদপুরের গোয়ালন্দ থানার যদু ফকিরপাড়া গ্রামের বারিক বিশ্বাসের ছেলে টুটুল বিশ্বাস, আজিবর মোল্যার শ্যালক জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মঞ্জেল ফকিরের ছেলে ইদ্রিস ফকির (৬০) ও পান্নু ফকিরকে (৩৫) অভিযুক্ত করে উপজেলার নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অপর ভুক্তভোগী উপজেলার বিলব্যাউচ গ্রামের মো. এনামুল মোল্যা ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে বিপাকে পড়েছেন। অবশেষে বিজ্ঞ আদালতে চেক জালিয়াতির মামলা করেছেন তিনি। একই গ্রামের সামিউল ইসলাম দিয়েছেন ৫ লক্ষ ৩৬ হাজার টাকা।

এ সময় উপস্থিত ভুক্তভোগী উপজেলার নড়াগাতী থানার পদুমা গ্রামের শাহিদ মোল্যা, ইব্রাহীম শেখ, নাদিরা খানম সোয়েব মুন্সী বলেন, আমাদের কাছ থেকে আজিবরের স্ত্রী শিখা বেগম ও তার ছেলের চাকুরী দেবার নাম করে এবং বিদেশে পাঠানোর কথা বলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে।

মালায়েশিয়া পাঠানোর কথা বলে ভাওড়ির চর গ্রামের অভিজিৎ দাশের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা, নলডাঙ্গা গ্রামের আকিজ শেখ জমি বন্ধকী বাবদ ৫০ হাজার দিলেও জমি দখলে যেতে পারেননি।

প্রতারক পরিবারের উপযুক্ত শাস্তি দাবীসহ পাওনা টাকা আদায়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্তদের বাড়ীতে গেলে ঘর তালাবদ্ধ দেখা যায়। শিখা বেগম ও তার ছেলে ইমন মোল্যার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, আমার বাবার মৃত্যু জনিত কারণে ছুটিতে আছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com