বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

কালিয়াকৈরে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলহাজ হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সিয়াম মৎস্য খামারে হামলা লুটপাট অগ্নি সংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। এসময় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বুধবার সকালে উপজেলার অলিয়ারচালা মৎস্য খামার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবার জানান, মঙ্গলবার দুপুরে সিয়াম মৎস্য খামারে জাকির হোসেন, মান্নান, মোজাম্মেল সহ ১০ থেকে ১২জন যুবক অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ঘরে থাকা আলমারির ডয়ারের তালা ভেঙে ২০ লাখ টাকা লুট করে। বাঁধা দিতে গেলে বাবুল নামে এক পাহারাদারকে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ওই ঘটনায় খামার মালিক বাহারুল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এসময় তদন্তের মাধ্যমে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাহাবুল হোসেন, জমির হোসেন, শিপন সিকদার ও বাবুল হোসেনসহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com