বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

কালিয়াকৈরে স্বামীর অধিকার দাবীতে ছেলের বাড়ীতে অনশন

কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে বড় কাঞ্চনপুর মৃধা পাড়া এলাকায় শুক্রবার সকালে স্বামীর অধিকার দাবীতে লাইজু আক্তার ছেলের বাড়ীতে অনশন করছেন।

ভোক্তভূগি পরিবারের সূত্রে জানা যায়, উপজেলা নিশ্চিন্তপুর আনোয়ার হোসেনের মেয়ে লাইজু আক্তার গত ১৫ জানুয়ারী বড় কাঞ্চনপুর মৃধা পাড়া এলাকার আব্বাস মৃধার ছেলের সাথে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী উপজেলার বোডঘর এলাকায় বাসা ভাড়া নিয়ে ছেলে ইমরান চাকুরি করতেন। গত দেড় মাস যাবৎ মেয়েটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাই শুক্রবার সকাল থেকে স্বামীর অধিকার দাবীতে লাইজু আক্তার ছেলের বাড়ীতে অনশন করছেন।

এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানার একটি অভিযোগ দায়ের করেন।

মেয়ে লাইজু আক্তার জানান, বিয়ের ৮ মাস হয়ে গেছে এখনো স্বামীর অধিকার দিচ্ছে না। তাই সকাল থেকে এই বাড়িতে অবস্থান করিতেছি। ছেলে এখন আমার ফোন রিসিভ করছে না দেড় মাস যাবৎ যোগাযোগ বন্ধ রয়েছে।

ছেলের মা বাহিরে বেগম জানান, ছেলে বিয়ে করার পর বাড়ীতে আসে নাই। অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে তারা থাকতো। সকাল থেকেই মেয়ে বাড়িতে এসে উঠে বসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি দুটি পরিবারের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com