রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় বাবা-মা ও ছেলেসহ নিহত ৪

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় বাবা-মা ও ছেলেসহ নিহত ৪

আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা-মা, ছেলেসহ চরজন নিহত হয়েছেন।

নিহত হলেন, বগুড়া জেলা ধনুট উপজেলা ঈস্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭) তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তার ছেলে আবু হুরায়রা (১০) সহ আরও এক সিএনজির যাত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কে বড়চালা এলাকায় শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে সিএনজি যোগে ৫জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। ফুলবাড়িয়া ইউনিয়নের বড় চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে মুছড়ে যায়। এসময় ঘটনাস্থলে বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। জাহিদের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এলাকাবাসী সফিকুল ইসলাম, শাহ আলম সহ অনেকেই জানান, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। চালকরা গাড়ি বেপরোয়া চলাচলের কারণে ও অদক্ষ ড্রাইভার দিয়ে চলাচল করায় প্রতি বছর প্রায় অর্ধশতাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে চারজন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের (এ এস আই) বজলুর রহমান জানান, একই পরিবারের তিনজনসহ আরও এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। তবে সিএনজির পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টা আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com