বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

কালিয়াকৈরে শ্রমিকের ‘আত্মহত্যা’র ঘটনায় দুই কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি

কালিয়াকৈরে শ্রমিকের ‘আত্মহত্যা’র ঘটনায় দুই কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি

আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস কারখানায় শ্রমিকের আত্নহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে কারখানার সামনে অব্যাহতির নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এছাড়া কারখানা যাথারিতী চালু হয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মনট্রিমস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কারখানাতেই মো. ইদ্রিস আলী নামের এক শ্রমিক বিষাক্ত কেমিক্যাল পানে আত্মহত্যা করেন। তিনি ওইদিন রাতের পালার কাজ চলাকালে এ ঘটনা ঘটে। এরপর কারখানা একদিনের ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

নিহত হলেন, মো. ইদ্রিস আলী (২৩) উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে মনট্রিমস্ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস লিমিটেড কারখানার শ্রমিক ইদ্রিস আলী গত বৃহস্পতিবার রাতে তার ফেইসবুক আইডিতে কারখানার অনিয়মের অভিযোগ ও কারখানার সহকারী ব্যবস্থাপক (প্লানিং) কামরুল ইসলাম ও উপ ব্যবস্থাপক (কার্টুন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ তুলেন। তিনি ফেসবুকে স্ট্যাস্টাস দেয়ার পর ক্যামিকেল জাতীয় কিছু খেয়ে আত্নহত্যা করেন। পরে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে ওই দুই কর্মকর্তাকে রাতেই চাকুরি থেকে অব্যাহিত প্রদান করে।

কালিয়াকৈরে শ্রমিকের ‘আত্মহত্যা’র ঘটনায় দুই কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি

এছাড়া সকালে কারখানার প্রধান ফটকের সামনে কর্তৃপক্ষ একটি নেটিশা টাঙিয়ে দেন। তাতে লেখা আছে, ‘ আমাদের সহকর্মী মো. ইদ্রিস আলীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ এছাড়া আরেকটি অফিস আদেশ দিয়েছেন। তাতে লেখা আছে, ‘ সুষ্টু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে কারখানার সহকারী ব্যবস্থাপক (প্লানিং) কামরুল ইসলাম ও উপ ব্যবস্থাপক (কার্টুন সেকশন) হারুন অর রশিদকে চাকুরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে শুক্রবার বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে যথারীতি কারখানা খুলে দেয়া হয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

কারখানার শ্রমিক হোসেন আলী বলেন, কারখানায় আমাদের সহকর্মীর আত্নহত্যার জন্য যে দুই কর্মকর্তাকে দায়ি করা হয়েছে তাদের যেহেতু চাকুরি থেকে অব্যাহতি দিয়েছে তাই আমরা আন্দোরন না করে কাজে যোগ দিয়েছে। আশাকরি তার পরিবার এর সঠিক বিচার পাবে।

কারখানার শ্রমিকেরা বলেন, ওই দুই কর্মকর্তা যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের ওপর অত্যাচার করছেন। তাঁরা মানসিক ও শারীরিক নির্যাতন করেন। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করেন। অবিলম্বে তাঁদের চাকরিচ্যুত করতে হবে। না হলে আরও শ্রমিক মারা যাবেন।

মনট্রিমস্ লিমিটেড কারখানার মহা ব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার বলেন, ওই দুই কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সকাল থেকে কারখানা খুলে দেয়া হয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের বলেন, নিহতের স্বজনরা তাদের গ্রামের বাড়িতে রয়েছে। তারা আসলেই ওই ঘটনায় মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com